রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০২ জুন ২০২২, ০০:০০

কাল পুরাণবাজারে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব
স্টাফ রিপোর্টার ॥

আগামীকাল ৩ জুন শুক্রবার চাঁদপুর শহরের পুরাণবাজারস্থ শ্রীশ্রী লোকনাথ মন্দির ও আশ্রমে বিশ্বশান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় শিবকল্পদর্শী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান উৎসব অনুষ্ঠিত হবে। উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে সপ্তাহব্যাপী ব্যাপক ধর্মীয় অনুষ্ঠান। পুরাণবাজার শ্রীশ্রী লোকনাথ মন্দির ও আশ্রম কমিটির আয়োজনে গত ২৮, ২৯ ও ৩০ মে অনুষ্ঠিত হয় শ্রীমদ্ভাগবত পাঠ। পাঠ করেন মাগুরার বিশিষ্ট পাঠক শ্রী মাধব গোস্বামী। পাঠের শেষ দিন রাত ৯টায় শতাধিক ভক্ত নর-নারী সমবেত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নগর কীর্তন ও পরিক্রমা, গঙ্গা আবাহন, মাঙ্গলিক ঘট স্থাপন ও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ অধিবাস কীর্তনের মধ্য দিয়ে সম্পন্ন করে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিকতা। এ আনুষ্ঠানিকতায় মন্দিরের সভাপতি প্রমোদ কুমার দাস, সহ-সভাপতি মানিক সাহা, প্রভাস চন্দ্র সাহা, অন্তর সাহা অনু, সাধারণ সম্পাদক দীপক রায়, সহ-সাধারণ সম্পাদক অরুপ রতন দাস, হৃদয় সাহা বিনু, সম্ভু দাস, সাংগঠনিক সম্পাদক তন্ময় বণিক, সহ-সাংগঠনিক সম্পাদক প্রদীপ রায়, সমাজকল্যাণ সম্পাদক সুমন চন্দ্র দে, দপ্তর সম্পাদক রাজীব সাহা রামু, প্রচার সম্পাদক সমীর সাহা, পূজা উদ্‌যাপন পরিষদ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়। পরদিন ৩১ মে মঙ্গলবার ব্রাহ্মমুহূর্ত হতে ৩ জুন শুক্রবার পর্যন্ত শুরু হয় ৩২ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন, লোকনাথ বাবার বাল্যভোগ, ষোড়শ পূজা ও উপবাস ব্রত পালন।

আগামীকাল তিরোধান উৎসব উপলক্ষে সকাল ৯টায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার বাল্যভোগ, সকাল ১০টায় ষোড়শ পূজা, তিরোধান সময় হতে দুপুর ১২টা পর্যন্ত উপবাস ব্রত পালন, দুপুর ১টায় বাবার রাজভোগ শেষে মহাপ্রসাদ বিতরণ, রাত ৮টায় মিশ্র ভোগ ও ফল ভোগ নিবেদন। পরদিন ৪ জুন শনিবার সূর্যোদয়ে নামযজ্ঞ সমাপনান্তে কুঞ্জভঙ্গ, হরিনাম সংকীর্তন সহকারে নগর পরিভ্রমণ, দধিভা- ভঙ্গ, জলকেলী ও সপ্তাহব্যাপী ধর্মীয় উৎসবের সমাপন।

উল্লেখ্য, বৈশ্বিক করোনার কারণে গত দু বছর তিরোধান উৎসব তেমনভাবে উদ্‌যাপিত হতে না পারায় এ বছর ব্যাপক ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে তা উদ্‌যাপনের প্রস্তুতি নেয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দির ও আশ্রম পরিচালনা কমিটির সভাপতি প্রমোদ কুমার দাস ও সাধারণ সম্পাদক দীপক রায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়