রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০২ জুন ২০২২, ০০:০০

ডেমরার যুবকের লাশ হাজীগঞ্জ থেকে উদ্ধার
কামরুজ্জামান টুটুল ॥

ঢাকার ডেমরা এলাকার কথিত শরীফ (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। বুধবার বিকেল ৩টার দিকে কালচোঁ উত্তর ইউনিয়নের মাড়কি গ্রামের হাসের বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে গত ৪ দিন আগে মাড়কি গ্রামের কাজী রুবেল নামের জনৈক ব্যক্তি কথিত শরীফের একটি সাক্ষাৎকার তার নিজের ফেসবুকে আপলোড করে শরীফের পরিবারকে খুঁজে পেতে সহায়তা চায়। সেই সাক্ষাৎকারের সূত্র ধরে পুলিশ তদন্ত করেছে বলে চাঁদপুর কণ্ঠকে জানিয়েছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ।

খোঁজ নিয়ে জানা যায়, গত ক’দিন আগে শরীফ নামের ওই ব্যক্তি মাড়কি গ্রামে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা। মাড়কি গ্রামে আসার প্রায় ৪ দিন পর কাজী রুবেল নামের স্থানীয় এক যুবক শরীফের সাক্ষাৎকার ফেসবুক পেজে আপলোড দেয়। ভিডিও আপলোডের মাত্র ৪ দিনের মাথায় শরীফের লাশ উদ্ধার করে পুলিশ।

সেই ভিডিও সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির নাম শরীফ, মায়ের নাম আলেয়া বেগম, ভাইদের নাম আরিফ আর রাকিব। জেঠার নাম সালাউদ্দিন ও চাচার নাম রাকিব। বাবা তাকে মেরেছে বলে বাবার নাম বলেনি সেই ভিডিওতে। সে বাড়ি যেতে আগ্রহী আর বাড়ি ডেমরা বলতে পারলেও অন্য কিছু আর বলেনি। ভিডিওতে দেয়া সাক্ষাৎকার সূত্রে আরো জানা যায়, কথিত শরীফ মাড়কি এলাকার বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে খাবার খেতো। গত ২৯ মে ভিডিওটি আপলোড হলেও আরো ৪ দিন আগে থেকে লোকটিকে মাড়কি গ্রামে দেখা গেছে।

এদিকে স্থানীয়রা জানান, বুধবার দুপুরের দিকে স্থানীয়রা অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানান, কাজী রুবেল নামের একজনের ফেসবুকে দেয়া নিহত ব্যক্তির সাক্ষাৎকারের সূত্র ধরে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তির বাড়ি ঢাকার ডেমরায়। আমরা এ বিষয়ে ডেমরা থানাসহ সকল স্থানে বার্তা পাঠানো শুরু করেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়