রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩১ মে ২০২২, ০০:০০

হাজীগঞ্জে ১৯টি হাসপাতালের মধ্যে ৬টি সিলগালা
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জের ১৯টি হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ৬টি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্স না নিয়ে কিংবা লাইসেন্স প্রাপ্তির আবেদন না করে হাসপাতাল ব্যবসা পরিচালনার দায়ে এই হাসপাতালগুলো সিলগালা করা হয়। ৩০ মে সোমবার বিকেলে হাজীগঞ্জে এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম। লাইসেন্স না পাওয়া পর্যন্ত এই হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারগুলো পরিচালনার জন্যে অনুমতি দেয়া হবে না বলে সংশ্লিষ্ট আদালত চাঁদপুর কণ্ঠকে নিশ্চিত করেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, এদিন আলীগঞ্জ চক্ষু হসপিটাল, আলা চক্ষু হসপিটাল, মুন হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, মা ডেন্টাল কেয়ার, হাজীগঞ্জ চক্ষু হসপিটাল ও এ মিশন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারগুলো সরকারি কোনো অনুমোদনপত্র দেখাতে পারেনি।

অভিযান পরিচালনাকালে উক্ত হাসপাতালগুলোতে অনুমোদনহীন ফার্মেসী, এক্স-রে টেকনেশিয়ান না থাকা, চিকিৎসক নেই কিন্তু ব্যানার টানিয়ে রাখাসহ নানান অনিয়ম দেখা গেছে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে।

ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম জানান, সিলগালাকৃত হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারগুলো সরকারি লাইসেন্স করে আমাদের নিকট আবেদন করলে আমরা তা খুলে দেবো।

অভিযান পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী কর্মকর্তা রমিজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ওমর ফারুকসহ থানা পুলিশের একটি দল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়