রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩১ মে ২০২২, ০০:০০

বজ্রপাত কেড়ে নিলো কৃষকের প্রাণ
মোহাম্মদ মহিউদ্দিন/মেহেদী হাসান ॥

বাবাই প্রথম সন্তানের লাশ পড়ে থাকতে দেখলেন। সুস্থ-সুবল ছেলে ঘর থেকে গেলো নিজেদের জমিতে ধানের চারা রোপণ করতে। কিন্তু বাড়িতে ফিরে আসলো লাশ হয়ে। বজ্রপাতে প্রাণ গেলো এই কৃষকের। করুণ এই মৃত্যুর ঘটনাটি ঘটে কচুয়া উপজেলার জগতপুর গ্রামে। গতকাল সকালে বজ্রপাতে মিল্লাদ হোসেন (৩০) নামে হতভাগ্য এই কৃষকের মৃত্যু ঘটে। সোমবার সকালে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের জগতপুর গ্রামে বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত মিল্লাদ হোসেন ওই গ্রামের বেপারী বাড়ির মোস্তফা কামালের ছেলে।

নিহত মিল্লাদ হোসেনের বাবা মোস্তফা কামাল জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মিল্লাদ বাড়ির পাশের জমিতে ধানের চারা রোপণ করতে যায়। কিছুক্ষণ পরে আমি জমিতে গিয়ে দেখি মিল্লাদের নিথর দেহ পড়ে আছে। তখন আমার ডাকচিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে মিল্লাদকে পার্শ^বর্তী শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিল্লাদ হোসেনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার এমন মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়