রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ মে ২০২২, ০০:০০

বাংলাদেশ ৮৮ চাঁদপুর প্যানেলের উপদেষ্টা জহুরুলকে বন্ধুদের বিদায়
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

এসএসসি ১৯৮৮ ব্যাচের বন্ধু প্লাটফর্ম ‘বাংলাদেশ ৮৮’ চাঁদপুর প্যানেলের উপদেষ্টা একেএম জহুরুল হককে তার বন্ধুরা হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে বিদায় জানিয়েছে। গতকাল রোববার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে এই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বন্ধুরা তাদের বন্ধুকে এই বিদায়ে ছিলো ভারাক্রান্ত। সকলেই তাদের বক্তব্যে বলেছে, বন্ধু জহুরুলকে এটা বিদায় নয়। সে আমাদের অন্তরে থাকবে। এটা হবে তার স্থানান্তর।

বাংলাদেশ ৮৮ চাঁদপুর প্যানেলের কো-অর্ডিনেটর এএইচএম আহসান উল্লাহর সভাপ্রধানে এই বিদায় অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক বন্ধু উপস্থিত ছিলেন। উপস্থিত বন্ধুদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এসএম মজিবুল হক রাসেল, শাহজাহান কবির খোকা, আবিদা সুলতানা, মোঃ ফিরোজ খান, খলিলুর রহমান পোকন, নার্গিস স্বপ্না, মাকসুদুল মাওলা, আফরোজা, মুক্তা রহমান প্রমুখ।

জহুরুল হক তাঁর বক্তৃতায় বেশ আবেগঘন বক্তব্য রাখেন। অন্য বন্ধুরা চাঁদপুরে ৮৮ ব্যাচ বন্ধু প্লাটফর্ম গড়ে তোলার জন্যে বন্ধু জহুরুলের অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন সুফিয়ান আহসান, লিপি আহমেদ, মনির, টিপু, সুমন, পারুসহ আরো অনেকে।

উল্লেখ্য, জহুরুল হকের সহধর্মিণী চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের বদলিজনিত বিদায়ের কারণে জহুরুল হককেও চাঁদপুর থেকে বিদায় নিতে হচ্ছে। আর সে জন্যেই তার বন্ধুরা তাকে এ বিদায় জানালো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়