রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ মে ২০২২, ০০:০০

বিএনপি নেতা হারুনের ইন্তেকাল
ফরিদগঞ্জ প্রতিনিধি ॥

ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদুঃখিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুন অর রশিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)।

২৯ মে রোববার সকালে আরেক সাবেক চেয়ারম্যান আজিজুর রহমানের বাড়ির পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান টানা ৯ বছরের এই সফল চেয়ারম্যান। মোটরসাইকেলের চাকা পিছলে তিনি রাস্তায় পড়ে যান। রাস্তায় পড়েই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে তাকে ফরিদগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা দেন। এখান থেকে তার স্বজনরা দ্রুত চাঁদপুর নিয়ে গেলে সেখানকার ডাক্তাররাও বলেন তিনি মৃত। ধারণা করা হচ্ছে, তিনি গাড়ি থেকে পড়ার পরেই হার্ট অ্যাটাকে মারা যান। বাদ আসর আলোনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

হারুন অর রশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মোঃ হারুনুর রশিদ, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়কারী ও মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম. এ. হান্নান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সমাজসেবক মোঃ মোতাহার হোসেন পাটওয়ারী, বিশিষ্ট বিএনপি নেতা ও দেশের প্রখ্যাত কর আইনজীবী অ্যাডঃ আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোঃ ইউনুছ ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল।

উল্লেখ্য, মোঃ হারুন অর রশিদের মৃত্যুকালে বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে যান। তার দুই ছেলে মামুন অর রশিদ শাকিল ও আশিক ইকবাল তানভির মার্কেন্টাইল ব্যাংকে চাকরি করেন। হারুন অর রশিদ উপজেলাবাসীর কাছে একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার অসাধারণ ব্যবহারের গুণে সকলের মন জয় করেন। তার মৃত্যুতে উপজেলা বিএনপি একজন ন্যায়পরায়ণ এবং নিবেদিতপ্রাণকে হারালো। হারুন অর রশিদ ২০০১ সাল থেকে টানা ৯ বছর ১১নং চরদুঃখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়