রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ মে ২০২২, ০০:০০

বালিয়ায় সরকারি গাছ কাটার অভিযোগ
সোহাঈদ খান জিয়া ॥

গত শুক্রবার চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য কর্তৃক গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ২নং ওয়ার্ড ইউপি সদস্য জাহিদুল ইসলাম জাহিদ তাদের পুকুরে পড়ে থাকা ইউনিয়ন পরিষদের গাছ কেটে নিয়ে যায়। এ নিয়ে এলাকায় কানাঘুষা চলছে। পরে বিষয়টি ইউপি চেয়ারম্যান জানার পরে গত শনিবার গাছগুলো ইউনিয়ন পরিষদে পাঠিয়ে দেয়ার জন্যে বলেন। কিন্তু ইউপি সদস্য শুক্রবার রাতেই নিজে গাছগুলো ইউনিয়ন পরিষদে পাঠিয়ে দেন।

এ ব্যাপারে ইউপি সদস্য জাহিদুল ইসলাম জাহিদ বলেন, তিন বছর আগে গাছগুলো আমাদের পুকুরে ভেঙে পড়ে। গাছগুলো আমার পিতা লাগিয়েছেন। আমাদের পুকুরটি ইজারা দিয়েছি। পড়ে যাওয়া গাছের জন্যে মাছ চাষে ব্যাঘাত ঘটে বলে ইজারাদার জানান। আমি সাবেক চেয়ারম্যান ও সাবেক নির্বাহী কর্মকর্তাকে গাছের বিষয়ে জানিয়েছি। আমি ইজারাদারকে বলেছি গাছ কাটার জন্যে। পরে কেটে ফেলা গাছগুলো ইউনিয়ন পরিষদে পাঠিয়ে দেই।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, গাছগুলো পুকুর পাড়ে ছিলো। আমি ইউপি সদস্যকে বলেছি গাছগুলো শনিবার পাঠানোর জন্যে। সে শুক্রবার রাতেই গাছগুলো ইউনিয়ন পরিষদে পাঠিয়ে দেয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়