প্রকাশ : ৩০ মে ২০২২, ০০:০০
শাহরাস্তির সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া উপজেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষ, রসায়ন বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক এবং অর্থনীতি বিভাগের প্রভাষক সায়েম হোসেন শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ খ্রিঃ উপলক্ষে ১৯ মে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় এ স্বীকৃতি প্রদান করে। এছাড়া দ্বাদশ শ্রেণি বিজ্ঞানের মেধাবী ছাত্র প্রতিম চন্দ্র দাস তনু শ্রেষ্ঠ শিক্ষার্থী, স্নাতক ১ম বর্ষ বিজ্ঞানের আবদুল্লাহ আল মামুন শ্রেষ্ঠ রোভার স্কাউট ও সূচীপাড়া ডিগ্রি কলেজ রোভার স্কাউট দল শ্রেষ্ঠ রোভার স্কাউট দল নির্বাচিত হয়েছে। অপরদিকে জাতীয় শিক্ষা সপ্তাহে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় দ্বাদশ শ্রেণি বিজ্ঞানের দীপা পাল নজরুল সংগীতে জেলায় ২য় স্থান ও উপজেলায় ১ম স্থান এবং লোক সংগীতে ২য় স্থান, দ্বাদশ বিজ্ঞানের প্রতিম চন্দ্র দাস তনু রচনা প্রতিযোগিতায় ২য় স্থান, ইংরেজি বক্তব্যে দ্বাদশ বিজ্ঞানের ইসরাত জাহান ২য় স্থান ও একক বিতর্কে একাদশ বিজ্ঞানের নুসরাত জাহান ২য় স্থান লাভ করে।
ব্যক্তিগত পরিচিতি : অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া ২০১০ খ্রিঃ ২৭ সেপ্টেম্বর সূচীপাড়া ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি হাজীগঞ্জের জনতা কলেজে অধ্যক্ষ হিসেবে ১০ বছর ও মেহের ডিগ্রি কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে ১৪ বছর কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি চার সন্তানের জনক। বড় মেয়ে তানজিলা আয়শা কবির সূচীপাড়া ডিগ্রি কলেজে গণিতের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। মেঝো মেয়ে তানজিন আরা কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে স্নাতক (সম্মান) ২য় বর্ষে অধ্যয়নরত, ছোট মেয়ে তাহসিন কবির ভিকারুননেসা নুন স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণি বিজ্ঞানে অধ্যয়নরত। একমাত্র ছেলে তানভীর কবীর ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শেষ করে বেসরকারি সংস্থায় কর্মরত।
মোঃ আবুল কালাম ১৯৯০ খ্রিঃ সেপ্টেম্বর মাসে মনোহরগঞ্জের নীলকান্ত ডিগ্রি কলেজে রসায়ন বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৯২ খ্রিঃ ২০ জুন সূচীপাড়া ডিগ্রি কলেজে রসায়ণ বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করে ২০০২ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করে এখনো একই পদে কর্মরত আছেন। তিনি ২৪/০৩/০৮ খ্রিঃ হতে ২৬/০৪/০৮ খ্রিঃ পর্যন্ত এ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। কলেজ শিক্ষকতার পাশাপাশি তিনি স্কাউটিং, বিতর্কসহ অন্যান্য সহ-পাঠক্রমিক কার্যক্রমের সাথে যুক্ত হন। ২০১৮ সালে তিনি জেলায় এবং ২০১৮, ২০০২ ও ১৯৯৯ সালে উপজেলায় শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত হন। জেলা পর্যায়ে ২০১৮ সালে পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতায় দশ বছরে দায়িত্ব পালনে সেরা শিক্ষক হিসেবে নির্বাচিত হন।
তাঁর সহধর্মিণী মনোয়ারা খানম একই কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে তিনি ২ সন্তানের জনক। বড় ছেলে ডাঃ মোনতাসির কালাম নাবিল লাকসাম জেনারেল হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত। ছোট ছেলে মোঃ মোবাশ্বির কালাম নাহিন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিবিএ (সম্মান) শেষ সেমিস্টারের পরীক্ষায় অংশ নিচ্ছে।
মোঃ আবু সায়েমণ্ড২০১২ সালের ৬ মার্চ এ কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি শিক্ষকতার পাশাপাশি রোভার স্কাউট কার্যক্রমের সাথে যুক্ত হন। একই বছর রোভার নেতা বেসিক কোর্স, ২০১৩ খ্রিঃ দশম জাতীয় রোভার মুট ও পঞ্চম জাতীয় কমডেকায় অংশ নেন। তার স্ত্রী সালমা সুলতানা নুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ব্যক্তিগত জীবনে তিনি ২ পুত্র সন্তানের জনক।
অধ্যক্ষ হুমায়ুন কবির ভূঁইয়া তাঁর প্রতিক্রিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিচারকমণ্ডলী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান। তিনি কলেজের সার্বিক পরিবেশ, পড়াশোনার মান ও ফলাফল ভবিষ্যতে যাতে আরও বৃদ্ধি পায় এজন্যে পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।