প্রকাশ : ৩০ মে ২০২২, ০০:০০
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, দেশে একটি চক্র আবারো দেশকে অস্থিতিশীল করার জন্যে নাশকতার নানা চেষ্টা করছে। যখন পদ্মাসেতুসহ মেঘা প্রকল্পগুলো উদ্বোধনের দ্বারপ্রান্তে, তখন আবার প্রতিক্রিয়াশীল চক্র তাদের অপতৎপরতা শুরু করেছে। তাই নাশকতা রোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। পুলিশকে মাদক, সন্ত্রাস এবং নাশকতাকারীর বিরুদ্ধে কঠোর হতে হবে। রোববার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউএনও তাসলিমুন নেছার সভাপ্রধানে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ শহিদ হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম লোকমান হোসেন প্রমুখ।
সভায় ফরিদগঞ্জ মজিদিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা আনসার-ভিডিপি প্রতিনিধি সুভাঙ্গ রাণী দাস, ফরিদগঞ্জ এ. আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ৫নং ইউপি চেয়ারম্যান শাহজাহান, ৩নং ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন, ৯নং ইউপি চেয়ারম্যান শাহআলম শেখ, ১৪নং ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন, ১৬নং ইউপি চেয়ারম্যান শরীফ হোসেন খান, ১১নং ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, ১০নং ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন ভূঁইয়া, খাজে আহমেদ মজুমদার, সাবেক মেয়র মাহফুজুল হক, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহিন, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আল-আমিন পাটওয়ারী, এমপি প্রতিনিধি জাহাঙ্গীর পলোয়ান ও সাবেক কমিশনার খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।