প্রকাশ : ৩০ মে ২০২২, ০০:০০
‘আমাদের এই দেশ অনেক আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে অনেক মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে আমাদের অর্জিত হয়েছে এই স্বাধীনতা। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সবার আগে সকলকে শিক্ষা অর্জন করতে হবে। সকলকে পড়ালেখা করতে হবে। সোনার বাংলা গড়তে হলে, সকলকে সোনার মানুষ হতে হবে।’ কথাগুলো বলেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
ঐতিহ্যবাহী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সোনার মানুষ হতে হলে শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু বই পড়ার মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে দেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে হবে, বিশ্বকে জানতে হবে। তবে দেশ ও সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারবে। খেলাধুলার মাধ্যমে নিজেকে সত্যিকারে ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে হবে। সত্যিকারের জ্ঞান-অর্জনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী, ডাঃ জে আর ওয়াদুদ টিপু, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেলাল উদ্দিন, বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, আবিদা সুলতানা, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খাইরুল ইসলাম নয়ন মিজি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বেপারী, আওয়ামী লীগ নেতা সুকমল কর রামু, মোঃ সেলিম খান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন গাজী, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মানিক খান, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আখতারুজ্জামানসহ বিদ্যালয় ও কলেজের প্রভাষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।