প্রকাশ : ৩০ মে ২০২২, ০০:০০
চাঁদপুর রেলওয়ে বড়স্টেশনের ২য় প্লাটফর্ম তৈরির কাজ চলমান। প্রাপ্ত তথ্যসূত্রে জানা যায়, এক মাসের বেশি হলো দু পাশে ওয়াল তৈরির কাজ সমাপ্ত হয়েছে। কয়েক দিন হলো বালু দিয়ে করা হয় ভরাটের কাজ। কিন্তু ঠিকাদারের বা কর্তৃপক্ষের সঠিক তদারকির অভাবে নির্মাণকাজের ত্রুটি থাকায় গতকাল বৃষ্টিতে প্রায় ৫০/৬০ ফুট ধসে পড়ে এবং আরো ৫০ ফুটের মধ্যে ফাটল ধরে। হিসেবে ১০০ ফুটই পুনরায় নির্মাণ করতে হবে। তাই অনেকেই বলছে, বৃষ্টি হচ্ছে আল্লাহতা’লার রহমত। বৃষ্টি না হলে এতোবড় অনিয়ম কেউ দেখতো না। তাই আল্লাহপাক যা করেন আমাদের ভালোর জন্যেই করেন। ছবি ও প্রতিবেদন : সেলিম রেজা।