রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ মে ২০২২, ০০:০০

স্বপ্নের উন্নত বাংলাদেশের চাবিকাঠি শিক্ষার্থীদের হাতে
মিজানুর রহমান ॥

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, স্বপ্নের উন্নত বাংলাদেশের চাবিকাঠি শিক্ষার্থীদের হাতে রয়েছে। তাদের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। শিক্ষার্থীদের বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে ও হৃদয়ে শেখ মুজিবকে ধারণ করতে হবে। সোনার মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। এ জন্যে বাঙালির ইতিহাস, ভাষা ও আত্মপরিচয় হৃদয়ে লালন করতে হবে।

২৯ মে রোববার দুপুরে চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাণ্ড২০২২-এর পুরস্কার প্রদান ও ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ গ্যালারি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

গভর্নিংবডির সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাডঃ মুজিবুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী আরো বলেন, আগামী বছর থেকে নতুন যে শিক্ষাক্রম চালু হচ্ছে সেটা হবে আনন্দময়। আমরা যে নতুন শিক্ষা কার্যক্রমে যাচ্ছি সেখানে শিক্ষার্থীরা করে করে শিখবে, তাদের মনকে জাগিয়ে তোলা হবে। তারা নিজেরা শিখবে এবং সেই শেখাটা প্রয়োগ করতেও শিখবে। বছর শেষে কেবল পরীক্ষা দিবে তা শুধু নয়, মূল্যায়ন থাকবে। তারা মানুষের মত মানুষ হবে বাংলাদেশকে মর্যাদার সাথে তুলে ধরতে পারবে।

ডাঃ দীপু মনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো। বাংলাদেশকে আমরা সোনার বাংলায় পরিণত করবো এবং প্রত্যেকে আরো উন্নত আরো সমৃদ্ধ জীবনযাপন করব ইনশাল্লাহ।

তিনি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজে স্থাপিত ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ গ্যালারির ভূয়সী প্রশংসা করে বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে এমন আয়োজন দেখে সত্যিই আমি মুগ্ধ হয়েছি। এই গ্যালারিতে আমাদের স্বাধীনতার সংগ্রাম, বঙ্গবন্ধুর জীবনের ইতিহাসকে স্বল্পপরিসরে হলেও ছবি এবং লেখার মধ্য দিয়ে অনেক সুন্দর করে তুলে ধরা হয়েছে। এজন্যে শিক্ষকমণ্ডলী, পরিচালনা পর্ষদ, শিক্ষার্থী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

শিক্ষামন্ত্রী বলেন, টুঙ্গিপাড়ার খোকা থেকে তরুণ মুজিব। যিনি স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু হয়েছেন, সেই মানুষটিকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে।

প্রভাষক জয়নাল আবেদিন ও সেতারা খাতুনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাবির ও গীতাপাঠ করেন বিলাস সাহা। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এর পর প্রধান অতিথির সম্মানে লোকগীতি ও নৃত্য পরিবেশিত হয়।

এডিএম নাসির উদ্দিন সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, আসিফ মহিউদ্দিন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমান, আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ ছাত্রী শাখার ইনচার্জ নাসরিন পারভিনসহ শিক্ষকমণ্ডলী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবকগণ, সাংবাদিক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাণ্ডকর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়