রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ মে ২০২২, ০০:০০

মতলব দক্ষিণে ২৮ ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ১৪টির লাইসেন্স নেই
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব দক্ষিণে ২৮ ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ১৪টির লাইসেন্স নেই। নবায়ন হয়েছে মাত্র একটি প্রতিষ্ঠানের। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুসরাত জাহান মিথেনের স্বাক্ষরিত একটি পত্রে জানা গেছে, মতলব দক্ষিণ উপজেলা সদরসহ মোট ২৮টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে ১৪টির লাইসেন্স আছে। আর বাকি ১৪টি ডায়াগনস্টিক সেন্টারের কোনো লাইসেন্স নেই। আর লাইসেন্সকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ১টি প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন রয়েছে বলে জানা যায়।

যে প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নেই সেগুলো হচ্ছে- দি মদিনা প্যাথলজি সেন্টার (মতলব বাজার), মতলব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেড (মতলব বাজার), ডিজিটাল ল্যাব এন্ড ইমাজিং সেন্টার (নারায়ণপুর বাজার), নায়েরগাঁও পৃথিবী হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার (নায়েরগাঁও বাজার), ইনসাফ কম্পিউটারইজড ডায়গনস্টিক সেন্টার (নায়েরগাঁও বাজার), নুসরাত হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়গনস্টিক সেন্টার (নায়েরগাঁও বাজার), নিউ মডার্ন ডায়গনস্টিক সেন্টার (নারায়ণপুর বাজার), গ্রীন লাইফ জেনারেল হাসপাতাল প্রাঃ এন্ড ডিজিটাল ডায়গনস্টিক সেন্টার (নারায়ণপুর বাজার), বারাকাত ডিজিটাল ডায়গনস্টিক সেন্টার (নারায়ণপুর বাজার), ট্রমা কেয়ার এন্ড স্পেশালাইজড হাসপাতাল প্রাঃ (মতলব বাজার), ম্যাস্ক ভিআইপি হাসপাতাল প্রাঃ এন্ড ডায়াগনস্টিক সেন্টার (নারায়ণপুর বাজার), পপুলার ডিজিটাল ডায়গনস্টিক সেন্টার (নারায়ণপুর বাজার) ও গীতা ইউনিক প্যাথলজি (নারায়ণপুর বাজার)।

যে প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স রয়েছে সেগুলো হচ্ছে :- নারায়ণপুর আধুনিক হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার (নারায়ণপুর বাজার), নারায়ণপুর টাওয়ার হাসপাতাল এন্ড ট্রমা ডায়াবেটিস সেন্টার (নারায়ণপুর বাজার), বায়েজিদ মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়গনস্টিক সেন্টার (নারায়ণপুর বাজার), অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার (মতলব বাজার), মতলব মা ও শিশু হাসপাতাল (মতলব বাজার), মতলব নিউ ল্যাবএইড হাসপাতাল (মতলব বাজার), নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার (মতলব বাজার), শাকিব হাসপাতাল এন্ড ডায়গনস্টিক ও ডায়াবেটিস সেন্টার (মতলব বাজার), পপুলার মেডিকেল সেন্টার (মতলব বাজার), দি নোভা মেডিকেল সেন্টার (মতলব বাজার), দি ইবনে সিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার (মতলব বাজার), হযরত শাহ জালাল (রঃ) ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার (মতলব বাজার), নাভানা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার (মতলব বাজার) ও মেঘনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার (নায়েরগাঁও বাজার)। এই ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে শুধুমাত্র অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন করা হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলো মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন জানান, উপজেলায় যেসকল বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেগুলোর তালিকা সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে প্রেরণ করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পর সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়