রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ মে ২০২২, ০০:০০

হাজীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টির মতবিনিময় সভা
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন চাঁদপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে শনিবার হাজীগঞ্জ নারগিস ফুড প্যাভিলয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ও পৌর জাতীয় পার্টির সর্বস্তরের নেতাণ্ডকর্মী উপস্থিত ছিলেন।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি খায়রুল আলম পারভেজের সভাপ্রধানে ও উপজেলা জাতীয় পার্টির সহ-যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন দুলালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমরান হোসেন মিয়া। তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ ছিলেন আপোষহীন সংগ্রামী নেতা। যাঁর বলিষ্ঠ ভূমিকায় রবিবারে নয়, শুক্রবারে সরকারি বন্ধের ঘোষণা করা হয়েছে। তাঁর শাসনামলে বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়। জাতীয় পার্টি দ্বিতীয় ও তৃতীয় শক্তি নয়, এ পার্টি হচ্ছে দেশের বৃহত্তর শক্তি। তাই জাতীয় পার্টির সম্মেলনকে সফল করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রাদেশিক বিষয়ক সম্পাদক হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সমন্বয়কারী খোরশেদ আলম খুশু। উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির নেতা অ্যাডঃ লতিফ শেখ, আবুল কালাম টুলু, ফেরদাউস খান, স্বপন দেওয়ান, নান্নু ভূঁইয়া, হান্নান ঢালী, রফিকুল ইসলাম, শাহজাহান মাতাব্বর, গোলামুননবী লিটন, জাতীয় পেশাজীবী সমাজের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জে.এইচ. টিপু, হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন, পৌর জাতীয় পার্টির সভাপতি মোরশেদ আলম, সাবেক সদস্য সচিব আলাউদ্দিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা খলিলুর রহমান, সাবেক ছাত্রনেতা জাহিদুর রহমান টিপু, যুবনেতা মোঃ বাবলু, জহির প্রমুখ।

ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মনির হোসেন টেলু, মুরাদ আহাম্মদ, মোস্তাফিজুর রহমান, আলী আহাম্মদ, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, শরীফ হাওলাদার, জাফর মেম্বার, পিন্টু চন্দ্র শীল, ডাঃ সোহেব মজুমদারসহ শতাধিক নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়