প্রকাশ : ২৯ মে ২০২২, ০০:০০
শ্রেণীকক্ষ সঙ্কটে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে ফরিদগঞ্জের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ে। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে পুরানো দোতলা ভবনের পাশাপাশি চার তলা ভবনের বরাদ্দ হলেও প্রথম তলার কাজ সম্পন্ন হওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও নেই চারতলা ভবনের কাজের কোনো অগ্রগতি। অফিস কক্ষ ও শিক্ষক মিলনায়তন ব্যতীত দোতলা ও নিচতলা ভবনের কক্ষগুলোতে শত ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়েই চালাতে হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। বিদ্যালয়টির ভবন সঙ্কট এতোটাই প্রকট যে, শ্রেণিকক্ষ সংকটের কারণে স্কুল মাঠে খড়ের উপর ক্লাস করানোর নজির আছে বহুবার। বিদ্যালয়ের কক্ষ সঙ্কটেই ভোগান্তি শেষ নয়, রয়েছে শিক্ষক সঙ্কট। বর্তমানে বিদ্যালয়টিতে ৫ জন শিক্ষক সঙ্কট রয়েছে। ইংরেজি, বাংলা, হিসাববিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোনো শিক্ষক নেই। এতে করে কখনো খণ্ডকালীন শিক্ষক কিংবা কখনো অন্য বিষয়ের শিক্ষককে দিয়ে চালাতে হচ্ছে নিয়মিত পাঠদান কার্যক্রম।
সম্প্রতি বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে বিদ্যালয়টিকে স্কুল এন্ড কলেজে রূপান্তর করার দাবি উঠেছে। কিন্তু কলেজ কার্যক্রম পরিচালনার জন্যে শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দিষ্ট কিছু নিয়ম আছে, তার মধ্যে এক একর চার শতাংশ ভূমি থাকা প্রয়োজন, কিন্তু সেটি নেই। এছাড়া কলেজ কার্যক্রম বাস্তবায়নে শিক্ষক নিয়োগ, কলেজ এমপিভুক্তির পূর্বে ভবন নির্মাণ এবং কলেজ চালানোর জন্যে নিয়োগকৃত শিক্ষকদের বেতন চালিয়ে নেয়া-এসব যেনো ধোঁয়াশা মাত্র।
এ বিষয়ে কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্র মিত্র চাঁদপুর কণ্ঠকে জানান, যেখানে অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান করানো কষ্টকর হচ্ছে, সেখানে স্কুল এন্ড কলেজ রূপান্তর করা কি আদৌ বাস্তবে সম্ভব? বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের অগ্রগতির জন্যে এখন সবচেয়ে বেশি জরুরি বিদ্যালয় শ্রেণিকক্ষের স্বল্পতা সমাধান করে চাহিদা অনুযায়ী এনটিসিআর থেকে শিক্ষক নিয়োগ। এটা হলে শিক্ষা কার্যক্রমে অনেকাংশেই স্বাভাবিকতা ফিরে আসবে।
ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ আলী রেজা আশরাফী চাঁদপুর কণ্ঠকে জানান, ভবনের বিষয়টি সরকারি বাজেটের ওপর নির্ভর করে। কোথাও কোথাও একবারেই চারতলা ভবন করে দেয়া হয়েছে, আবার কোথাও কোথাও ধাপে ধাপে সেটি দেয়া হচ্ছে। এনটিসিআর-এর শিক্ষক নিয়োগের বিষয়ে কোনো কোনো প্রতিষ্ঠানে নারী কোটা পূরণের বিষয়টি পূরণ হয়নি বলে অনেক প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।