প্রকাশ : ২৯ মে ২০২২, ০০:০০
মতলব সেতুর অ্যাপ্রোচ সড়কে আকস্মিক ভাঙ্গন দেখা দিয়েছে। সেতুর উত্তরাংশে প্রবেশমুখে ২০-২৫ ফুট গভীর দুটি গর্ত হয়ে সড়ক দেবে গেছে। এতে সেতুটি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি সড়ক বিভাগের নজরে আসায় সেতুটি অচলাবস্থা থেকে রক্ষা পায়। সড়ক সংস্কারে সেখানে ৩০ লাখ টাকা ব্যয়ে জরুরি কাজ করা হচ্ছে।
সড়ক বিভাগ সূত্র জানায়, ঢাকার সঙ্গে চাঁদপুরের সড়ক যোগাযোগ সহজ করতে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার মাঝে ধনাগোদা নদীতে ৮৬ কোটি টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করা হয়।
২০১৯ সালের ১ জানুয়ারি থেকে এই সেতুর ওপর দিয়ে যান চলাচল শুরু হয়। সেটি উদ্বোধনের ২ বছর ৪ মাসের মাথায় সেতুর অ্যাপ্রোচ সড়কে উক্ত বড় ধরনের ভাঙ্গন দেখা দিয়েছে।
জানা যায়, সেতুর উত্তর পূর্বাংশের সড়কে ধসে যাওয়া অংশে বাঁশ ও লাল পতাকা দিয়ে এখন আটকে রাখা হয়েছে।
সেতুর টোল আদায়ের দায়িত্বে থাকা একজন জানান, এই সেতু দিয়ে প্রতিদিন ঢাকা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার অন্তত আড়াই থেকে তিন হাজার যানবাহন চলাচল করে। গত ২৪ তারিখ রাতে হঠাৎ এই ভাঙন দেখা দেয়। এতে সেতু পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় তাৎক্ষণিকভাবে সড়ক বিভাগকে জানানো হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শামছুদ্দোহা বলেন, গত ক’দিনের বৃষ্টিতে অ্যাপ্রোচ সড়কের একাংশের ড্রেনটি ভেঙ্গে দেবে যায়। বিষয়টি তাৎক্ষণিক নজরে আসাতে ভয়াবহ বিপদ থেকে চলাচলকারীরা রক্ষা পায়। আমরা এই অংশে সেতুর নিচ দিয়ে পৃথক সাপোর্টিং দেয়াল দিয়ে রক্ষার চেষ্টা করছি।