প্রকাশ : ২৮ মে ২০২২, ০০:০০
চাঁদপুর লঞ্চঘাটের সৌন্দর্য রক্ষায় অবৈধভাবে গড়ে ওঠা খাবার হোটেলসহ বিভিন্ন দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। ২৬ মে বৃহস্পতিবার সন্ধ্যায় লঞ্চঘাটের ভেতরে পন্টুন সংযুক্ত জেটির আশপাশে যে ক’টি অবৈধ স্থাপনা ছিলো সেগুলো উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান তদারকি করেছেন বিআইডব্লিউটিএ হেড অফিস থেকে আগত দু’জন কর্মকর্তা।
এ বিষয়ে চাঁদপুর নদী বন্দর ও পরিবহন কর্মকর্তা একেএম কায়সারুল ইসলাম জানান, এ অভিযান আমাদের নিয়মিত রুটিন ওয়ার্ক। লঞ্চঘাটের সৌন্দর্য বর্ধনে বিভিন্ন স্থাপনা অপসারণ করছি। এছাড়া নৌ-পথের যাত্রীরা যাতে হয়রানির শিকার না হয় এবং নির্বিঘেœ নিরাপদে লঞ্চ টার্মিনাল ঘাটের ভেতর প্রবেশ করতে পারে সে লক্ষ্যেই টার্মিনালের আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান এবং গাড়ি পার্কিং ইয়ার্ড সংলগ্ন স্থাপনাগুলো আমরা উচ্ছেদ করেছি। এ উচ্ছেদ অভিযান দেখার জন্য ঢাকা থেকে দু’জন কর্মকর্তাও এসেছেন বলে জানান তিনি।
এদিকে আজ শনিবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী চাঁদপুর সফরে আসছেন। মন্ত্রীর আগমন উপলক্ষে আকস্মিক এই উচ্ছেদ অভিযানে চাঁদপুর লঞ্চঘাট অনেক সুন্দর দেখাচ্ছে বলে জানিয়েছেন সচেতন নৌ যাত্রীরা।
দীর্ঘদিন ধরে লঞ্চ টার্মিনালের আশপাশে অবৈধভাবে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট উচ্ছেদ করায় সাধারণ যাত্রীরা এখন স্বাচ্ছন্দ্যে লঞ্চে যাতায়াত করতে পারায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।