প্রকাশ : ১৩ মে ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা ডিবি পুলিশের অভিযানে ১৭ কেজি গাঁজাসহ তিন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। গতকাল ১২ মে বুধবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া এলাকায় একটি সিএনজি অটোরিকশায় অভিযান চালিয়ে এসব গাঁজাসহ আসামীদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুরের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) কামরুল হাসান কায়কোবাদ ও সঙ্গীয় ফোর্সসহ কচুয়া থানাধীন কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের খাজুরিয়া যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার ওপর অবস্থান করে অভিযান চালায় ডিবি পুলিশ।
এ অভিযানকালে কুমিল্লা হতে চাঁদপুরগামী নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা তল্লাশি করে সিএনজির যাত্রী মোঃ শফিক মিজি (৪২), ও মোঃ জিহাদ হোসেন (২০)কে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই স্থানে বোগদাদ বাসে তল্লাশি করে রোমান মিয়াজী (২৫)কে আটক করা হয়। তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সর্বমোট ১৮ কেজি গাঁজাসহ আসামীদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কচুয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এদের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম ও কোতয়ালি থানা এবং পটুয়াখালি জেলায়। এরা যাত্রী বেশে মাদক পাচার করছিলো।