প্রকাশ : ১৩ মে ২০২২, ০০:০০
হাইমচর উপজেলার চেয়ারম্যান বাজার সংলগ্ন ঝুঁকিপূর্ণ সাঁকের কারণে প্রতিনিয়ত আতঙ্কে থাকে অর্ধ সহস্রাধিক শিক্ষার্থী। সাঁকোতে রয়েছে ২টি ওয়ার্ডের প্রায় ২ সহস্রাধিক মানুষের যাতায়াত। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শিশু-কিশোর, বয়োবৃদ্ধসহ বিভিন্ন স্থান থেকে আগত মানুষজন ঝুঁকিপূর্ণ এ সাঁকো পার হয়ে গন্তব্যে যেতে হয়।
জানা যায়, এ সাঁকো পার হতে গিয়ে পা পিছলে ও আচমকাই সাঁকো থেকে পড়ে ৫ শিশু এবং বয়োবৃদ্ধ আহত হয়েছে। সে ঘটনায় স্থানীয়রা বাঁশের সাঁকোটি কিছুটা মেরামত করলেও কিঞ্চিৎ পরিমাণ ঝুঁকিও কমেনি। জীবনের মায়ায় খালে থাকা কোমর পরিমাণ পানি উপেক্ষা করে হেঁটে পার হচ্ছেন অনেকেই। তাদের স্বাভাবিক চলাচলের সুবিধার্থে সাঁকোর পরিবর্তে এখানে একটি ব্রিজ নির্মাণ করা হলে চরাঞ্চলবাসীর জীবনযাত্রা সহজতর হবে বলে পর্যবেক্ষকরা মনে করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নীল কমল ইউনিয়নের সিকদার ট্যাগ ট্রলার ঘাট থেকে চেয়ারম্যান বাজার সংলগ্ন খালের ওপর সাঁকো থাকায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত যাতায়াত সম্ভব হয় না। শিক্ষার্থীরা সাঁকোর পাড়ে নেমে জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পার হয়ে স্কুলে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছে। শিশু ও বয়োবৃদ্ধসহ অনেকেই হাঁটু সমান পানি কিংবা কোমর পরিমাণ পানি উপেক্ষা করে খাল পার হচ্ছেন। এভাবেই কষ্ট পোহাতে হচ্ছে ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ডবাসীর। সাঁকো পার হওয়া ৩৯নং দক্ষিণ নীলকমল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণের দাবি, সাঁকোর পরিবর্তে একটি ব্রিজ নির্মাণ করে জনদুর্ভোগ লাঘব করে চলাচল স্বাভাবিক করে দেয়ার ব্যবস্থা নেয়া হোক।
৫নং ওয়ার্ডের বাসিন্দা ভুক্তভোগী আবদুল ওয়াহিদ সিকদার জানান, চেয়ারম্যান বাজার সংলগ্ন খালের ওপর এ সাঁকোটি আমাদের দীর্ঘদিনের সমস্যা। বারবার শুনে আসছি শীঘ্রই এ সমস্যার সমাধান হবে। কিন্তু বছরের পর বছর পার হলেও ব্রিজ, কালভার্ট কিংবা কাঠের সাঁকোর ব্যবস্থা হয়নি আজও। তাই এখানে একটি ব্রিজ নির্মাণে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনাসহ কার্যকর পদক্ষেপ নিতে বিনীত অনুরোধ করছি।
৩৯নং দক্ষিণ নীল কমল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী জানান, আমাদের স্কুলে সাড়ে ৩শ' শিক্ষার্থী রয়েছে। অধিকাংশ শিক্ষার্থী এ সাঁকো পার হয়ে স্কুলে আসতে হয়। ঝুঁকি নিয়ে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সাঁকো পার হয়ে স্কুলে আসে। সর্বদাই আতঙ্কে থাকতে হয় কখন কার হতাহতের সংবাদ আসে। চলতি বছর আমাদের ক’জন শিক্ষার্থী এ সাঁকো থেকে পড়ে আহত হয়েছে।
তাই, শিক্ষার্থীদের স্বার্থে চেয়ারম্যান বাজার সংলগ্ন খালের ওপর সাঁকোর পরিবর্তে একটি ব্রিজ নির্মাণ করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সুদৃষ্টি কামনা করছি।
৪নং নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সউদ আল নাছের বলেন, ৫ ও ৬নং ওয়ার্ডের মধ্যবর্তী সংযোগস্থলে চেয়ারম্যান বাজার সংলগ্ন সাঁকোটি শিক্ষার্থী ও বয়োবৃদ্ধদের জন্যে খুবই ঝুঁকিপূর্ণ। সেখানে একটি ব্রিজ নির্মাণ করা হলে দুটি ওয়ার্ডের যাতায়াত ব্যবস্থা আরও সহজতর ও উন্নত হবে। তাই ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর জায়গায় একটি ব্রিজ নির্মাণ করে শিক্ষার্থী ও বয়োবৃদ্ধসহ সকলের চলাচল স্বাভাবিক করতে মাননীয় শিক্ষামন্ত্রীর প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।