প্রকাশ : ১৩ মে ২০২২, ০০:০০
আজ ১৩ মে শুক্রবার দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের ১২তম দ্বি-বার্ষিক সম্মেলন। ‘শ্রেণীভেদ ভাঙ্গি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে’ শ্লোগানকে সামনে রেখে আজ সকাল ৯টায় চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে সম্মেলনের উদ্বোধন করবেন প্রখ্যাত নাট্যকার ও লেখক ড. রতন সিদ্দিকী। উদ্বোধন শেষে শহরে বের হবে বর্ণাঢ্য র্যালি। র্যালি শেষে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, কাউন্সিল অধিবেশন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র দাসের সভাপ্রধানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন।
সম্মেলনে আমন্ত্রিত অতিথিবর্গসহ সংগঠনের সদস্য, সদস্যা ও সুধীজনের উপস্থিতি কামনা করেছেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক জহির উদ্দিন বাবর এবং চেয়ারম্যান মুক্তিযুদ্ধের শব্দসেনিক কণ্ঠশিল্পী কৃষ্ণা সাহা।