প্রকাশ : ১২ মে ২০২২, ০০:০০
কুমিল্লার শাহপুর দরবার শরীফের পীর মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব আল ক্বাদেরী সম্পর্কে মিথ্যা, উস্কানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রদানের প্রতিবাদে কচুয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শাহপুর দরবার শরীফের ভক্তবৃন্দের আয়োজনে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোজাফ্ফর আহমেদ মুজাদ্দেদী, কুমিল্লা শাহপুর দরবার শরীফের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ আল ক্বাদেরী, রহিমানগর শাহপুর কেন্দ্রীয় খানকা পরিচালনা কমিটির সদস্য আলমগীর শাহ আল ক্বাদেরী ও শফিকুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার প্রমুখ।