প্রকাশ : ১২ মে ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে বড় ভাইয়ের লাশ দেখে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনায় শোকাহত ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী। তিনি গত মঙ্গলবার কাউন্সিলরদের সাথে নিয়ে পৌর এলাকার ওয়ালী উল্যা ডাক্তার বাড়িতে যান। তিনি পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরে তিনি পৌরসভার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত প্যানেল মেয়র আব্দুল মান্নান পরান, মাজহারুল ইসলাম, কাউন্সিলর জাকির হোসেন, মোহাম্মদ হোসেন, জাহেদ হোসেন, জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, গত ৪ মে বুধবার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের ওয়ালী উল্যা ডাক্তার বাড়িতে বড় ভাই বিদ্যুস্পৃষ্টে নিহত তারেকুল ইসলাম রুবেল (২৬)-এর লাশ দেখে সাহেল হোসেন (২৪)ও মৃত্যুবরণ করে। মারা যাওয়া দুই সহোদর ওই বাড়ির মৃত বিল্লাল হোসেনের ছেলে।