প্রকাশ : ১২ মে ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)। পুলিশ সুপার জেলা পুলিশের সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্মরত পুলিশ অফিসার এবং সদস্যদের পেশাদারিত্ব ও সুনামের সাথে কর্তব্য পালনের বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
কল্যাণ সভায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত এপ্রিল মাসের অভিন্ন মানদণ্ডের আলোকে বিভিন্ন ক্যাটাগরিতে
সর্বাধিক নম্বরপ্রাপ্ত চাঁদপুর জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের ও বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। সে আলোকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, পিপিএম জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হন। আর শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আবদুর রশিদ ও শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হন চাঁদপুর সদর মডেল থানার সুজন কান্তি বড়ুয়া। এছাড়াও বিভিন্ন পদমর্যাদায় চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয়।
এদিকে চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে সাপ্তহিক মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী।
অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ (পিপিএম)-এর পরিচালনায় মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম (পিপিএম)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।