শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১২ মে ২০২২, ০০:০০

হাজীগঞ্জে ২ মাসের চেষ্টায় ৬ ডাকাত আটক
কামরুজ্জামান টুটুল ॥

পুরো ২ মাস চেষ্টা চালিয়ে পিকআপ ট্রাকসহ ৬ ডাকাতকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ দক্ষিণপাড়া পাটওয়ারী বাড়ির নান্নু মিয়ার বাড়ির সামনের ফসলি জমির মাঠ থেকে ডাকাতদের ডাকাতির সরঞ্জামসহ আটক করা হয়। এ সফল অভিযানে নেতৃত্ব দেন অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ।

আটককৃ ডাকাতরা হলো : ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে খাজা প্রকাশ মহিউদ্দিন (৩০), কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত ইদ্রিস ভূঁইয়ার ছেলে এরশাদ ভূঁইয়া (৩২), পৌরসভাস্থ ১১নং ওয়ার্ডের রান্ধুনীমূড়া গ্রামের মহিউদ্দিন বেপারী বাড়ির মনির হোসেনের ছেলে আকরাম হোসেন শান্ত (২৫), একই বাড়ির মৃত আঃ মান্নানের ছেলে লিটন প্রকাশ মাংস লিটন (৩০), নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রফিকপুর গ্রামের রুহুল আমিনের ছেলে বেলাল হোসেন (৩৫) ও একই জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতীপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে ইলিয়াছ (৩৮)। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মিসবাহ উল আলম বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন।

থানা পুলিশ সূত্র জানায়, হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের হাজীগঞ্জ অংশের পাতানিশ এলাকার দক্ষিণপাড়া পাটওয়ারী বাড়ির নান্নু মিয়া বাড়ির সামনের ফসলি জমির মাঠে বসে ডাকাতির প্রস্ততিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় ডাকাতদলকে ঘেরাও করে সকল ডাকাত আটকসহ সবার কাছে থাকা একটি করে বিভিন্ন ধরনের মাথা বাঁকানো ধারালো কিরিচ, লোহার পাইপ, দেশীয় তৈরি কুড়াল, ধারালো ফলাযুক্ত পাইপ, জিআই স্টীল পাইপের টুকরা, স্টিলের তৈরি টিপ ছুরিসহ একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ ট্রাক (যার চেসিস নং-গই ১অঅ২২ঊ৪খজঅএ৩৯১০, ইঞ্জিন নং-চখঐ২২৭২৮) জব্দ করা হয়।

৬ ডাকাতকে আটকের বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ চাঁদপুর কণ্ঠকে জানান, আটককৃত ডাকাতদেরকে আদালতে পাঠানোর প্রস্ততি নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়