শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ মে ২০২২, ০০:০০

চাঁদপুর জেলা জজের খাস কামরায় চুরির ঘটনায় অভিযুক্ত দুদিনের রিমান্ডে
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুরের জেলা ও দায়রা জজের খাস কামরায় গুরুত্বপূর্ণ মালামাল চুরি ও তচনছের ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মোঃ সোহরাব প্রকাশ সৌরভ হোসেন (২৩)-এর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ১০ মে দুপুরে চাঁদপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসানের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন আসামীর দু’দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক রিমান্ড মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালত সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

এর আগে সোমবার আটক যুবকের বিরুদ্ধে জেলা জজকোর্টের নাজির সানাউল্লাহ তালুকদার বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন। ওইদিন বিকেল ৪টায় আসামী সৌরভকে মডেল থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা লোকমান হোসেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। জিজ্ঞাসাবাদ শেষে আদালত সৌরভকে জেলহাজতে প্রেরণ করেন।

এর আগে শনিবার ৭ মে দিবাগত রাতের কোনো এক সময় জেলা ও দায়রা জজের খাস কামরায় গুরুত্বপূর্ণ মালামাল চুরি ও তচনছের ঘটনা ঘটে। পরে ওইসব জিনিসপত্র পুলিশ আদালতের পাশের একটি ডোবা থেকে উদ্ধার করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়