প্রকাশ : ১১ মে ২০২২, ০০:০০
চাঁদপুরের জেলা ও দায়রা জজের খাস কামরায় গুরুত্বপূর্ণ মালামাল চুরি ও তচনছের ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মোঃ সোহরাব প্রকাশ সৌরভ হোসেন (২৩)-এর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ১০ মে দুপুরে চাঁদপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসানের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন আসামীর দু’দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক রিমান্ড মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালত সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
এর আগে সোমবার আটক যুবকের বিরুদ্ধে জেলা জজকোর্টের নাজির সানাউল্লাহ তালুকদার বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন। ওইদিন বিকেল ৪টায় আসামী সৌরভকে মডেল থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা লোকমান হোসেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। জিজ্ঞাসাবাদ শেষে আদালত সৌরভকে জেলহাজতে প্রেরণ করেন।
এর আগে শনিবার ৭ মে দিবাগত রাতের কোনো এক সময় জেলা ও দায়রা জজের খাস কামরায় গুরুত্বপূর্ণ মালামাল চুরি ও তচনছের ঘটনা ঘটে। পরে ওইসব জিনিসপত্র পুলিশ আদালতের পাশের একটি ডোবা থেকে উদ্ধার করে।