প্রকাশ : ১১ মে ২০২২, ০০:০০
বাক প্রতিবন্ধী (২৭) প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক শাকিল হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর গ্রামের নিজবাড়ি থেকে তাকে আটক করে। মঙ্গলবার ১০ মে দুপুরে শাকিলকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। শাকিল ওই গ্রামের তালুকদার বাড়ির রুহুল আমিনের ছেলে। সোমবার ধর্ষণের অভিযোগ এনে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন ওই নারীর বাবা।
অভিযোগ সূত্রে জানা গেছে, মোবাইলে ভিডিওকলে প্রতিবেশী বাক প্রতিবন্ধী নারীর সাথে প্রেমের সম্পর্ক করে চতুর শাকিল। গত ৪ মে দিবাগত রাত ১১টার দিকে প্রেমিকাকে ভিডিও কল করে বাড়ির পাশে ডেকে নিয়ে ধর্ষণ করে শাকিল। ওই নারী ঘরে এসে ঘটনাটি পরিবারকে জানালে তার বাবা আইনের আশ্রয় গ্রহণ করেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ চাঁদপুর কণ্ঠকে জানান, অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।