প্রকাশ : ১০ মে ২০২২, ০০:০০
মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখা বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মে সকাল ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মে দিবসের সূচনা করেন জেলা শ্রমিক লীগের নেতাণ্ডকর্মীরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাহাবুবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, মে দিবসের মূল প্রতিপাদ্য শ্রমিকের ন্যায্য অধিকার। সেই অধিকার রক্ষায় আমরা এখনো আন্দোলন করে যাচ্ছি।
সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ ওহিদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক লীগের সভাপতি মোঃ সেলিম মিয়া, গণপূর্ত শ্রমিক লীগের সভাপতি মোঃ বাবুল মিয়া তফদার, পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি সেলিম পাটওয়ারী, জেলা রিক্সা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু মোল্লা, সহ-সভাপতি হাসান সর্দার, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম মোল্লা, সড়ক ও জনপথ শ্রমিক লীগের সভাপতি মোঃ নাছির উদ্দীন, মোটরযান শ্রমিক লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন গাজী, জেলা শ্রমিক লীগের কোষাধ্যক্ষ এমআই মমিন খান, সাংগঠনিক সম্পাদক সিরাজ গাজী, সদস্য সহিদ পাটওয়ারী, শ্রমিক নেতা মোঃ ইউনুছ পাটওয়ারী জুয়েল, আঃ রশিদ খান প্রমুখ।