প্রকাশ : ১০ মে ২০২২, ০০:০০
ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে চাঁদপুরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সোমবার সকালে এবং দুপুরে মাঝারি আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এদিকে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে চাঁদপুর জেলা প্রশাসন।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিপিবি, রেডক্রিসেন্ট সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে সতর্ক অবস্থানে থাকার জন্যে।
এদিকে চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা একেএম কায়সারুল ইসলাম জানান, চাঁদপুর নদী বন্দর এলাকায় দুই নম্বর সতর্ক সংকেত রয়েছে। বৈরী আবহাওয়া পরিস্থিতি তাদের পর্যবেক্ষণে রয়েছে এবং এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক।