শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ মে ২০২২, ০০:০০

তথ্য চাওয়ায় সমাজসেবা অফিস সহকারীর প্রত্যুত্তর-‘প্যাদানি খাইছেন...?’
শামীম হাসান ॥

ক্যান্সারে আক্তান্ত সন্তানের জন্যে আর্থিক সহায়তার আবেদনের দেড় মাস অতিবাহিত হওয়ার পর আবেদনের অগ্রগতি কতটুকু হলো তা জানার জন্যে সমাজসেবা অফিসে গিয়ে জিজ্ঞেস করতেই সমাজসেবা অফিস সহকারীর প্রত্যুত্তর-‘প্যাদানি খাইছেন...?’। গতকাল ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে ক্যান্সারে আক্রান্ত সন্তানের আর্থিক সহায়তার আবেদনের অগ্রগতি জানতে চাওয়ায় রুহুল আমিনকে এমন প্রত্যুত্তর শুনতে হয়েছে ওই অফিসের অফিস সহকারী ফজলে বারীর কাছ থেকে।

খবর পেয়ে চাঁদপুর কণ্ঠের এই প্রতিনিধি সমাজসেবা অফিসে গিয়ে ফজলে বারীর কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি এমন বাক্য ব্যবহার করেছেন বলে দায় স্বীকার করে বলেন, তিনি কথাটি ওই অফিসের অফিস সহায়ককে বলেছেন। ঘটনাক্রমে সেই অফিস সহায়ককে জিজ্ঞেস করলে তিনি এমন কোনো কথা শুনেননি বলে জানান (যদিও সমাজসেবা অফিসারের রুমে গিয়ে তার কথার সুর পাল্টে যায়)। এমন বক্তব্যের পর পুরো স্পষ্ট হয়, ফজলে বারী তথ্য জানতে চাওয়া রুহুল আমিনকে উদ্দেশ্য করেই এমন কথা বলেছেন।

শুধু ‘প্যাদানি খাইছেন’ বলেই ক্ষান্ত হননি ওই অফিসের লোকজন। ঘটনার এক পর্যায়ে কারিগরি ইন্সট্রাক্টর স্মৃতি রাণী ভুক্তভোগী রুহুল আমিনকে অফিস থেকে বের হয়ে যেতে বলেন এবং তাকে বের করতে চেষ্টা করেন।

ঘটনার কিছুক্ষণের মধ্যে যাওয়া হয় উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসানের কাছে। রুহুল আমিনের সাথে ঘটে যাওয়া ঘটনাটি সম্পর্কে অবগত করার পর তিনি ফজলে বারীসহ অফিসের অন্যান্য লোকজনকে ডেকে আনেন এবং এমন বাক্য ব্যবহার করেছেন কি না তার সত্যতা যাচাই করেন। পরে এই সংবাদকর্মীকে তিনি জানান, আমার অফিসে কে কী প্রয়োজনে আসলো সেটা বড় কথা নয়, আমার অফিসে কারো সাথে অস্বাভাবিক আচরণ করার অধিকার আমি কাউকে দিইনি, এটা যদি উনাকে বলা হয় তাহলে এর ব্যবস্থা আমরা নিবো।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তছলিমু নেছা বলেন, আপনারা যেহেতু আমাকে বিষয়টি জানিয়েছেন, খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

চাঁদপুর জেলা সমাজসেবা কর্মকর্তা রজত শুভ্র সরকার বলেন, এ ধরনের আচরণ কখনোই কাম্য নয়। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়