প্রকাশ : ০৯ মে ২০২২, ০০:০০
নেতৃত্বের পালাবদলে ২০২২-২৩ রোটারী বর্ষে ক্লাবকে সঠিক নেতৃত্বদানের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ৬ মে শুক্রবার সন্ধ্যা ৭টায় চাঁদপুর রোটারী সেন্টারে এক সভায় চাঁদপুর সেন্ট্রাল রোটার্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রোটারী ক্লাবের ২০২২-২০২৩ রোটারী বর্ষের রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যান (আরসিসি) রোটাঃ পিপি জামাল হোসেন, ২০২১-২০২২ রোটারী বর্ষের আরসিসি রোটাঃ পিপি আব্দুল বারী জমাদার মানিক এবং চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ মোহাম্মদ সাখাওয়াত হোসেন শাকিল।
সভাপতি রোঃ শামীম আহমেদ খানের সভাপতিত্বে সভায় রোঃ ইঞ্জিঃ মনজুর আলমকে সভাপতি এবং রোঃ রীতা রাণী বৃষ্টিকে সচিব হিসেবে নির্বাচিত করা হয়। ক্লাবের নবনির্বাচিত সভাপতি এবং সচিব ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানান।
ক্লাবের নবগঠিত কমিটি হচ্ছে : ক্লাব উপদেষ্টা রোঃ জি এম মানসুর, সভাপতি রোঃ ইঞ্জিনিয়ার মঞ্জুর আলম, সদ্য বিদায়ী সভাপতি রোঃ শামীম আহমেদ খান, সহ-সভাপতি রোঃ তানজিলা আক্তার তামান্না, রোঃ মিঠুন চন্দ্র ত্রিপুরা, সচিব রোঃ রীতা রাণী বৃষ্টি, যুগ্ম সচিব রোঃ তানভীর হোসেন, প্রকাশনা সম্পাদক রোঃ জয় ঘোষ, কোষাধ্যক্ষ রোঃ হাবিবুর রহমান টিটু, ক্লাব সেবা পরিচালক রোঃ তারেক খান, পেশা উন্নয়ন পরিচালক রোঃ মরিয়ম আক্তার মিম, সমাজসেবা পরিচালক রোঃ শাহজালাল খান, আন্তর্জাতিক সেবা পরিচালক রোঃ বোরহান আলম, চীফ সার্জেন্ট অ্যাট আর্মস রোঃ ইসরাত জাহান ও সার্জেন্ট অ্যাট আর্মস রোঃ কাউসার আহমেদ।
এই কমিটি ১ জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ পর্যন্ত এক বছর ক্লাবের দায়িত্ব পালন করবে।