প্রকাশ : ০৯ মে ২০২২, ০০:০০
চাঁদপুরে স্বেচ্ছাসেবক পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের বিপণীবাগস্থ পার্টি হাউজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আলহাজ¦ সিরাজুল ইসলাম সিরু মিজি।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক অ্যাডঃ জিসান আহমেদ রিপনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ইঞ্জিনিয়ার শওকত আখন্দ আলমগীর ও জেলা জাতীয় পার্টির সদস্য অ্যাডঃ মোহাম্মদ মহসীন খান।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মোঃ কামরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান, হাইমচর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ রায়হান মাহমুদ, চাঁদপুর জেলা যুব সংহতির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফা নিঝুম পাটওয়ারী, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল হাসেম দর্জি, চাঁদপুর সদর উপজেলা যুব সংহতির আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম চান্দু, সদস্য সচিব মোঃ হারুন গাজী, পৌর যুব সংহতির আহ্বায়ক মোঃ দ্বীন ইসলাম সর্দার, সদস্য সচিব মোঃ ফারুক গাজী, সদস্য শাহালম ঢালী, ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নূরুজ্জামান কালু, সাধারণ সম্পাদক মোঃ মামুন বেপারী, সদস্য হাফেজ ঢালী, জাপা নেতা মোঃ শাহালম গাজী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্মণ্ডআহ্বায়ক আব্দুল মতিন বেপারীসহ জেলা, পৌর, সদর জাতীয় পার্টি, যুব সংহতি, স্বেচ্ছাসেবক পার্টি, ছাত্র সমাজ, সদর ও পৌর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।