প্রকাশ : ০৯ মে ২০২২, ০০:০০
চাঁদপুর নৌ সীমানায় ভারতীয় মালবাহী জাহাজে চাঁদাবাজি করার অভিযোগে ২ যুবককে আটক করেছে চাঁদপুরের নৌথানা পুলিশ। আটক ২ যুবকের বিরুদ্ধে নৌপুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা করে কোর্টে প্রেরণ করে। সম্প্রতি ভারতীয় মালবাহী জাহাজ এমভি সিসি সিপ্পা চাঁদপুর নৌসীমানা লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে নোঙ্গর করে। এ সময় উত্তর শ্রীরামদী এলাকার মৃত জিন্নাত আলী দেওয়ানের পুত্র কুদ্দুস আলী দেওয়ান ও নূর মোহাম্মদ রাঢ়ীর পুত্র হারুন রাঢ়ী একটি নৌকা জাহাজের সাথে বেঁধে কর্মরত স্টাফদের নিকট ১০ হাজার টাকা দাবি করে। স্টাফরা টাকা না দেয়ায় গালমন্দ করলে জাহাজের নাবিক নৌপুলিশকে খবর দেয়। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে এসে ২ যুবককে আটক করে। চাঁদা দাবি করার অভিযোগে নৌপুলিশের এসআই রেদোয়ান বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেন।