প্রকাশ : ০৯ মে ২০২২, ০০:০০
হাজীগঞ্জের বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রবীণ শিক্ষক আবদুল বারী মজুমদার স্যার (৭০) আর নেই। বার্ধক্যজনিত কারণে তিনি রোববার সকালে রাজধানীর উত্তরাস্থ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ বহু হিতাকাক্সক্ষী রেখে গেছেন।
রোববার বাদ আসর বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ মাঠে জানাজা শেষে বলাখাল মজুমদার বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হয় সর্বজনশ্রদ্ধেয় এই শিক্ষাগুরুকে। মরহুমের জানাজায় উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদসহ শত শত মুসল্লি অংশগ্রহণ করেন।
শোক প্রকাশ
প্রবীণ শিক্ষক আব্দুল বারী মজুমদারের মৃত্যুতে বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের প্রাক্তন কৃতী ছাত্র, সরকারের অবসরপ্রাপ্ত সচিব প্রখ্যাত ছড়াকার ফারুক হোসেন, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।