প্রকাশ : ০৯ মে ২০২২, ০০:০০
আর মাত্র ৮ দিন পরে অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের নির্বাচন ২০২২। আর এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের দিন ছিলো গতকাল ৮ মে রোববার। আগামীকাল মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য করেছেন রিটার্নিং অফিসার।
রোববার সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ২৭টি পদের জন্যে ৩০টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে বলে রিটার্নিং অফিসার ও জেলা সমাজসেবা কর্মকর্তা রজত শুভ্র সরকার এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
সাধারণ সম্পাদক পদে ২জনসহ মোট ২৭টি পদের জন্যে ৩০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সভাপতি (৪টি) পদে ৪জন, অতিরিক্ত সাধারণ সম্পাদক (১টি) পদে ১ জন, যুগ্ম সম্পাদক (২টি) পদে ২ জন, কোষাধ্যক্ষ (১টি) পদে ১ জন, সাধারণ সদস্য (১৪টি) পদে ১৬ জন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার ২ জন প্রতিনিধি ও ২ উপজেলার ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন জেলা ক্রীড়া সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক, সাবেক জাতীয় ফুটবলার ও ক্রিকেটার গোলাম মোস্তফা বাবু এবং সাবেক জাতীয় ক্রিকেটার সফিউল আজম রাজন।