শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ মে ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে ‘ওয়ান স্টারের’ দখলে বাজারের প্রধান সড়ক ॥ যানজট সৃষ্টি
ফরিদগঞ্জ প্রতিনিধি ॥

মড়ার ওপর খাড়ার ঘা। একে তো অটোবাইকের যন্ত্রণা, তার ওপর ফরিদগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কে কিছু ব্যবসায়ীর কারণে প্রতিনিয়িত যানজট সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ফরিদগঞ্জ কেরোয়া মোড়ে সব সময় লেগে থাকে যানজট। তার ওপরে ওয়ান স্টার হোটেলের সামনে বিকেল ৪টা থেকে রাত ১০টা পযর্ন্ত থাকে শতাধিক মোটরসাইকেল। এটা নিয়ে দুর্ভোগ হচ্ছে সাধারণ জনগণের। এমনকি সড়কে মোটরসাইকেল রাখার কারণে পাশের দোকানে বেচাকেনা ব্যাহত হচ্ছে।

পার্শ্ববর্তী এক দোকানদার জানান, বিকেল থেকে রাত ১০ টা পযর্ন্ত বাজারের প্রধান সড়ক থাকে ওয়ান স্টার হোটেলের দখলে। তাই ক্রেতাগণ আমাদের দোকানে আসতে পারে না। ওয়ান স্টার হোটেলের স্বত্বাধিকারী হারুনুর রশিদকে বিষয়টি জানানোর পরেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ওয়ান স্টার হোটেলের সুবিধার্থে তালুকদার প্লাজায় গাড়ি পার্কিং করার জন্যে ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানে মোটরসাইকেল না রেখে আমাদের দোকানগুলোর সামনে রেখে প্রধান সড়ক দখল করে নেয়। তাই যানজটের সৃষ্টি হয়।

ওয়ান স্টার হোটেলের স্বত্বাধিকারী হারুনুর রশিদ জানান, ক্রেতাদের আমরা বলি, তারা শোনে না। তারা নিজেরাই এখানে মোটরসাইকেল রাখে।

বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ফারুক আহমেদ জানান, হারুনুর রশিদকে কয়েকবার বলা হয়েছে রাস্তায় যেন যানজট সৃষ্টি না হয় এবং মোটরসাইকেলগুলো অন্য জায়গায় রাখার ব্যবস্থা করার জন্য। আমরা পৌরসভার মেয়রকে জানিয়েছি, আশা করি মেয়র মহোদয় ব্যবস্থাগ্রহণ করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়