প্রকাশ : ০৮ মে ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মিজানুর রহমান মাঝি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে........রাজেউন)। তিনি ঈদের পরদিন ৪মে বুধবার বিকেল ৩টা ২৫ মিনিটের সময় চাঁদপুর শহরের পূর্ব নাজিরপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৪ বছর। মরহুমের জানাজার নামাজ ওইদিনই এশার নামাজের পর (রাত ৯টায়) চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
মরহুম মিজানুর রহমান মাঝি ছিলেন চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডি ইউপির প্রাক্তন চেয়ারম্যান মরহুম সিরাজুল ইমলাম সিরু মাঝির দ্বিতীয় পুত্র এবং চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির ছোট ভাই।
শাহজাহান চোকদারের শোক
চাঁদপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জিএস শাহজাহান চোকদার চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মিজানুর রহমান মাঝির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।