প্রকাশ : ০৮ মে ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মিঠু ও কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল ১০-এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মেজবাহ উদ্দিন জুটনের গর্ভধারিণী মা মমতাজ বেগম (৮৫) ইন্তেকাল করেছেন। গত ২ মে সোমবার পবিত্র ঈদুল ফিতরের আগের দিন রাত সাড়ে ৮টায় তার নিজ বাড়ি পুরাণবাজার পূর্ব শ্রীরামদী ভূঁইয়া বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৪ মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। পরদিন সকালে পুরাণবাজার পূর্ব শ্রীরামদী ঈদগাহ মাঠে ঈদের জামাত শেষে শত শত মুসল্লির উপস্থিতিতে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাফরাবাদ হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব মাওলানা খাজা আহমেদ উল্লাহ। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাহাদুরপুরের পীরজাদা আলহাজ্ব আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দীন আহমেদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা বারের সাবেক সভাপতি ও চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক রোটাঃ আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার পিএইচএফ, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, কাউন্সিলর মামুনুর রহমান দোলন, জেলা আওয়ামী লীগ নেতা মোঃ রফিকউল্লাহ, মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাঝি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু প্রমুখ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মরহুমের ছেলে তার মায়ের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।