শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ মে ২০২২, ০০:০০

সাড়ে সাত হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ড. সেলিম মাহমুদের ঈদ উপহার বিতরণ
মেহেদী হাসান ॥

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার (শাড়ি কাপড়) বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ। ২৯ ও ৩০ এপ্রিল দুদিনব্যাপী উপজেলার সাচার, পাথৈর, বিতারা, পালাখাল, সহদেবপুর ও কচুয়া উত্তর, সদর দক্ষিণ, কচুয়া পৌরসভা, কড়ইয়া, গোহট উত্তর, গোহট দক্ষিণ ও আশ্রাফপুর ইউনিয়নে সাড়ে ৭ হাজার দুঃস্থ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেন ড. সেলিম মাহমুদ।

৩০ এপ্রিল বিকেলে গোহট দক্ষিণ ইউনিয়নের রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ মাঠে শাড়ি কাপড় বিতরণকালে ড. সেলিম মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এবারের ঈদ-উল-ফিতরে ঈদ উপহার হিসেবে আপনাদের জন্যে শাড়ি কাপড় পাঠিয়েছেন। আমি তাঁর পক্ষে আপনাদের কাছে এ উপহারগুলো পৌঁছে দিতে এসেছি। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্যে দোয়া করবেন তিনি যেনো আপনাদের পাশে থেকে সকলের সেবা করে যেতে পারেন। ২০ বছর আগে আপনারা এ দেশকে অনেক অনুন্নত দেখেছেন। রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা তেমন কিছুই ছিলো না ২০ বছর আগে। কিন্তু বর্তমান সরকার এ দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে। একটা মানুষ চায় তার নিজের জীবনের বিনিময়ে হলেও তার সন্তানরা যেনো ভালো থাকে, সুখে-শান্তিতে থাকে। আমাদের ছেলে-মেয়েরা এখন বড় বড় চাকুরি করছে। এই সবকিছুর ব্যবস্থা করেছেন জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা যদি আরো বহু বছর বেঁচে থাকেন তাহলে এ দেশের মানুষ, আমরা সবাই তাঁর সেবা পাবো এবং উপকার ভোগ করবো। এই বাংলাদেশ আজকে যা কিছু পেয়েছে, স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত যা কিছু পেয়েছে, তা শুধুমাত্র দুজন ব্যক্তির কারণে। একজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর অন্যজন তাঁরই বড় মেয়ে শেখ হাসিনার কারণে। তাছাড়া আর কেউই আমাদেরকে কিছুই দিতে পারেনি। সেজন্যে আমাদের শেখ হাসিনার পক্ষে থাকতে হবে। তাঁর জন্যে দোয়া করতে হবে।

উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপ-দপ্তর সম্পাদক কবির হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সোহাগ মিয়া, শওকত হোসেন, এনামুল হক শামীম, সাইফুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মাসুদুল হাসান, ইউপি চেয়ারম্যান মনির হোসেন, হাবিব মজুমদার জয়, এম. আখতার হোসাইন, কবির হোসেন, গোহট উত্তর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ওয়াসিম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার ও যুগ্ম আহবায়ক শুভজিৎ সরকারসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়