প্রকাশ : ০৮ মে ২০২২, ০০:০০
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ তাঁর সরকারি বাসভবনে ঈদের দিন সকালে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওসমান গণি পাটোয়ারী ও জেলা প্রশাসকের স্বামী একেএম জহুরুল হক।
এছাড়াও সরকারি অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নির্ধারিত কিছু মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক। এ সময় অতিথিদের আপ্যায়ন করানো হয়।