শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ মে ২০২২, ০০:০০

ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে সুজিত রায় নন্দীর ব্যস্ততা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর ও হাইমচরের সর্বস্তরের জনগণের সাথে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ততম সময় কাটিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি ঈদের পরদিন বুধবার সকাল থেকে ঈদের তৃতীয় দিন গভীর রাত পর্যন্ত ঈদ-শুভেচ্ছা বিনিময় করেছেন।

চাঁদপুরে এসেই তিনি পুলিশ সুপারের আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করেন। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অ্যাডঃ জসিম উদ্দিন মিঠু এবং পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছের মায়ের মৃত্যুতে তাদের শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করেন।

পরে চাঁসকের সাবেক জিএস মিজান মাঝির জানাজার প্রাক্কালে উপস্থিত মুসল্লিদের সামনে বক্তব্য দিতে গিয়ে স্মৃতিচারণ করেন।

বুধবার রাতে তিনি চাঁদপুর শহরের কালীবাড়ি, ওয়্যারলেস বাজার মোড়, বাবুরহাট, নতুনবাজার, বড়স্টেশন, পালবাজার, বিপণীবাগসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের তৃতীয় দিন বৃহস্পতিবার সুজিত রায় নন্দীর ব্যস্ততম সময় কাটে ফরাক্কবাদে কুমুরুয়া নিজ বাড়িতে। সেখানে ঈদ শুভেচ্ছা বিনিময়ে সাধারণ মানুষের ঢল নামে। কোলাকুলি, খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় চলে। দুপুর ১২টায় হাইমচরে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। অনুষ্ঠান শেষে তিনি হাইমচরের বাংলাবাজার, নয়ানী, ঢেলেরবাজার, তেলীর মোড়, জনতাবাজার, আলগীবাজার, হাইমচর বাজার, চরভৈরবীসহ বিভিন্ন এলাকার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়াও সুজিত রায় নন্দী চাঁদপুর সদরের কুমুরুয়া নন্দী বাড়ি, ফরক্কাবাদ বাজার, ঐতিহ্যবাহী মমিনবাড়ি মাদ্রাসা, রাণীরহাট বাজার, মদিনা মার্কেট, চান্দ্রা বাজার, চান্দ্রা চৌরাস্তা, হরিণা বাজার, লক্ষ্মীপুর, বহরিয়া বাজার, দোকানঘর, রঘুনাথপুর ও জাফরাবাদের সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদ-শুভেচ্ছা বিনিময়কালে সুজিত রায় নন্দীর সাথে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাণ্ডকর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়