শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ মে ২০২২, ০০:০০

নৌকার হাল ছাড়বেন না
মাহবুব আলম লাভলু ॥

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, দেশের উন্নয়নের জন্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় থাকা দরকার। ভালো জীবনযাপনের জন্যে, আপনাদের ছেলে-মেয়েদের লেখা পড়ার উন্নয়নের জন্যে শেখ হাসিনাকে পুনর্বহাল করতে হবে। নৌকার হাল ছাড়বেন না। নৌকাকে ধরে রাখতে হবে। সবাইকে মিলেমিশে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। শুক্রবার (৬ মে) বিকেলে মতলব উত্তর উপজেলার মিলারচর এলায়েন্স টেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুলের আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গ্রামীণ অবকাঠামো পরিকল্পিতভাবে নির্মাণে সরকার ‘আমার গ্রাম আমার শহর’সহ অনেক মেগা প্রকল্প ও পদক্ষেপ নিয়েছে। এগুলোর বেশির ভাগেরই বাস্তবায়নের কাজ চলছে। শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিতে অবকাঠামো ও যোগাযোগ উন্নয়নে পরিকল্পনাভিত্তিক কাজ চলছে। কোনো রাস্তা আর খারাপ থাকবে না। সব রাস্তা চকচক করবে।

তিনি আরো বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে বর্তমান সরকার। জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে শিশু, নারী ও বয়স্কদের স্বাস্থ্য সুরক্ষায় আশার আলো জাগিয়েছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কখনও ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেননি। তাঁরই যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের উন্নয়ন করে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় কর্মকাণ্ডকে যথাযোগ্য মর্যাদায় উন্নত করেছেন। ইসলাম ধর্মের প্রকৃত জ্ঞান অর্জনের জন্যে মুসলিম সম্প্রদায়কে উৎসাহী করার কৃতিত্ব সম্পূর্ণ তাঁর।

আতিকুল ইসলাম শিমুলের সভাপ্রধানে ও কলাকান্দা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম শ্যামলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ মনজু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য লায়ন আরিফ উল্লা সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য কাজী মিজানুর রহমান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডঃ মহসিন মানিক, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লা, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মিয়া মোঃ আসাদুজ্জামান, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নূরে আলম মুরাদ, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দুলাল, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেন ছৈয়াল, কলাকান্দা ইউনিয়ন যুবলীগ সদস্য রিপন ছৈয়াল প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, এএসপি (কচুয়া সার্কেল) আবুল কালাম আজাদ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাজাহান কামাল, আহসান উল্যাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, ব্যারিস্টার জুয়েল সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক একেএম আজাদ, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রতন ফরাজী, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল সরকার, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ রেজাউল করিম, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ আক্তারুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রব প্রধান, মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিঃ জামাল হোসেন নাহিদ, ছেঙ্গারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়