শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ মে ২০২২, ০০:০০

মতলবে ঈদের দিন ঘুরতে এসে বাড়ি ফেরা হলো না ফারিয়ার
রেদওয়ান আহমেদ জাকির ॥

ঈদের দিন নতুন পোশাক পরে কপালে টিপ, হাতে মেহেদী দিয়ে অটোবাইকে ঘুরতে বের হয়েছিলো ফারিয়াসহ তার বেশ ক’জন খালাতো বোন। কিন্তু স্কুলছাত্রী ফারিয়ার বাড়ি ফেরা হলো না। পৌর এলাকার দগরপুর মোড়ে অটোবাইকটি মোড় ঘুরতে গেলে মাথায় আঘাত পেয়ে ফারিয়ার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার অটোবাইক দিয়ে ঘুরতে বের হয়েছিলো ফারিয়া (১৫), খালাতো বোন ফারজানা (১৫), ভাতিজি ঝর্ণা (৯) ও ভাগ্নি ফারিয়া (১৫)। হঠাৎ করে দ্রুতগামী অটোবাইক মোড় ঘুরতে গিয়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় ফারিয়া ও বাইকে থাকা অন্যরা। পথচারীরা তাদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্যে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরে কর্মরত চিকিৎসক ফারিয়াকে মৃত ঘোষণা করেন। তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদী গ্রামে। ফারিয়া মৃত নূরুল ইসলামের মেয়ে। সে আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় অটোবাইক চালককে আটক করেছে পুলিশ। পরে লাশ ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়