প্রকাশ : ০৮ মে ২০২২, ০০:০০
পিঠাপিঠি দুই ভাই রুবেল (২৬) ও সোহেল (২৪)। এলাকায় এ দুই ভাই শিক্ষিত ও ন¤্রভদ্র হিসেবে সবার কাছে ছিলো পরিচিত। বৃষ্টি থামার পর বড় ভাই বাড়ির পুকুরে মাছ ধরতে গিয়ে উপুড় হয়ে পড়ে আছেন এমন অবস্থা দেখে স্থানীয়দের ডাকচিৎকার শুনে তাকে উদ্ধার করা হয়। বড় ভাইয়ের এমন অবস্থা দেখে ছোট ভাই চিৎকার-চেঁচামেচি করে তিনিও এক পর্যায়ে অচেতন হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মর্মন্তুক এ ঘটনাটি ঘটে গত বুধবার সকালে ফরিদগঞ্জ উপজেলার কাছিয়াড়া গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সকালে অঝোরে বিষ্টিসহ বজ্রপাত থামার পর রুবেল তার বাড়ির পুকুর পাড়ে কই মাছ খুঁজতে বের হন। এক পর্যায়ে তাকে পুকুর পাড়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ডাক-চিৎকার শুরু হয়। এমন অবস্থায় ছোট ভাই বসতঘর থেকে ছুটে এসে তার বড় ভাইয়ের অবস্থা দেখে তিনিও অচেতন হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মোজাম্মেল হোসেন দুই সহোদর ভাইকে মৃত ঘোষণা করেন। তবে বড়ভাই রুবেলের মৃত্যুর কোনো সঠিক কারণ জানা না গেলেও স্থানীয়রা বজ্রপাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন। আর ছোট ভাই সোহেল বড় ভাইয়ের মৃতদেহ দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে তাৎক্ষণিক মৃত্যুবরণ করেছেন।
দুই ভাইয়ের এমন অকাল মৃত্যুর খবরে তাদের এলাকায় গভীর শোকের আবহ তৈরি হয়। দুই ছেলের মৃত্যুর পর তাদের মা পাগলপ্রায় হয়ে আছেন। শোকাহত পরিবারকে সান্ত¡না দিতে বাড়িতে এলাকাবাসীর ভিড় পড়ে যায়। গত কয়েক মাস আগে তাদের বাবা হতদরিদ্র দিনমজুর বিল্লাল হোসেন মারা যান।
এ ঘটনার খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ বড় ভাই রুবেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে পাঠায়।