প্রকাশ : ০৮ মে ২০২২, ০০:০০
নদীপথে জনসাধারণের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘœ করতে চাঁদপুর লঞ্চঘাটের আশপাশে নদীবন্দর এলাকায় নৌপরিবহন অধিদপ্তরের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নৌপরিবহন অধিদপ্তরের পরিচালক (উপ-সচিব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুল হাসান লিটন এ অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে চলাচলরত ১৪টি নৌযান জব্দ করে মোবাইল কোর্টের মাধ্যমে ১৪ মামলায় ৪ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত নৌযানগুলোর মধ্য বেশ ক’টি যাত্রীবাহী ট্রলার ছিলো। সেগুলোতে ঈদ আনন্দ করতে তরুণরা নদীতে ডিজেপার্টি করছিলো। ইকোসেটসহ ডিজেপার্টির ট্রলারগুলো আটক করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুল হাসান লিটন বলেন, নৌ-মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ও মন্ত্রী মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা ঈদের সাতদিন আগে থেকে এবং ঈদের সাতদিন পর পর্যন্ত চৌদ্দ দিন নৌপরিবহন দপ্তর থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে আসছি। ঈদে ঘরমুখো যাত্রীরা যাতে নির্বিঘেœ নিরাপদে বাড়ি যাওয়া এবং ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে পারে তা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এ অভিযান।
তিনি আরো বলেন, এদিন চাঁদপুর নদীবন্দর এলাকায় অবৈধভাবে চলাচলকারী মালবাহী কার্গো, বাল্কহেড, যাত্রীবাহী ট্রলার এবং স্পীডবোট জব্দ করে চালকদের আটক করে নৌ থানায় সোপর্দ করা হয়। অভিযান পরিচালনাকালে জরিানার শিকার সব নৌযানের কোনো না কোনো ত্রুটি ছিলো। যে কারণে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেয়া হয়।
নৌপথে বিশৃঙ্খলা এড়াতে মোবাইল কোর্ট পরিচালনার সময় চাঁদপুর কোস্টগার্ড, সিপিসি-২ কুমিল্লা র্যাব-১১ ও চাঁদপুর নৌপুলিশ সদস্যরা সতর্ক ছিলেন এবং মোবাইল কোর্টের অভিযানে সহযোগিতা করেন।