প্রকাশ : ০৮ মে ২০২২, ০০:০০
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ঈদুল ফিতরের একদিন পর চাঁদপুরের সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি সকলকে ঈদ সালামি দিয়েছেন, আবার তিনি ঈদ সালামি নিয়েছেনও। শিক্ষামন্ত্রী বয়সে তাঁর ছোট এবং সমবয়সীদের ঈদ সালামি দিয়েছেন, আর বয়সে যারা তাঁর বড় তাদের থেকে তিনি সালামি নিয়েছেন। মন্ত্রীর এমন আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ ঈদ শুভেচ্ছায় সকলেই মুগ্ধ হন। সকলে বেশ আনন্দ উপভোগ করেন। ঈদের তৃতীয়দিন গত বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মন্ত্রী তাঁর চাঁদপুর শহরস্থ বাসায় এই শুভেচ্ছা বিনিময় করেন। চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার দলীয় অসংখ্য নেতাণ্ডকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য অনেকেই মন্ত্রীর বাসায় এসে তাঁর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি চাঁদপুর আসেন। প্রথমে তিনি সার্কিট হাউজে আসেন। সেখানে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এবং পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁকে সেখানে গার্ড অব অনার দেয়া হয়। এরপর প্রশাসনিক কর্মকর্তারা মন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
সার্কিট হাউজে শুভেচ্ছা বিনিময়ের পর মন্ত্রী চলে আসেন চাঁদপুর শহরের নতুনবাজার এলাকাস্থ নিজ বাসায়। ততক্ষণে তাঁর বাসায় দলের নেতাণ্ডকর্মীরা চলে আসেন। দুপুর নাগাদ অসংখ্য নেতাণ্ডকর্মী চলে আসে মন্ত্রীর বাসায়। একইভাবে শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং পেশাজীবী মন্ত্রীর বাসায় আসেন এবং তাঁর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এখানে হাজার হাজার মানুষের সমাগম হয়। যারাই আসেন তাদেরকে মন্ত্রী ঈদের সালামি দেন। এ সময় মন্ত্রী যারা তাঁর থেকে বয়সে বড় তাদের কাছে ঈদের সালামি চান। তৎক্ষনাৎ তারা আনন্দচিত্তে মন্ত্রীকে সালামি দেন। মন্ত্রীর এমন ভালোবাসায় সকলে মুগ্ধ হন এবং এক আনন্দঘন পরিবেশ তখন সৃষ্টি হয়। সকলকে মন্ত্রীর বাসায় দুপুরের আপ্যায়ন করানো হয়। খাবারের টেবিলে শিক্ষামন্ত্রী নিজে গিয়ে গিয়ে সকলের খোঁজ খবর নেন। মন্ত্রীর এই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাণ্ডকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।