প্রকাশ : ০১ মে ২০২২, ০০:০০
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে জাকাত। জাকাত আদায় ও এর বণ্টন একদিকে যেমন গুরুত্বপূর্ণ বাধ্যতামূলক ইবাদত, তেমনি তা সমাজ থেকে দারিদ্র্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কার্যকর একটি উপাদানও বটে। আর আল্লাহর পথে যারা ব্যয় করে তাদের সম্পদ আল্লাহ বৃদ্ধি করেন। ৩০ এপ্রিল শনিবার দুপুরে মতলব উত্তর উপজেলার পশ্চিম ইসলামাবাদের নিজ বাড়িতে জাকাতের কাপড় বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অসহায় গরিব ও দুঃস্থদের মাঝে জাকাত বিতরণ করতে হবে। এ বিষয়ে কুরআন মাজীদে সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। যারা জাকাত গ্রহণ করে এটা তাদের প্রতি করুণা নয়, এটা তাদের অধিকার।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাডঃ আক্তারুজ্জামান, ইসলামাবাদ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও ইউপি সদস্য খলিল মেম্বার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল বাবু প্রমুখ। এছাড়াও রাজনৈতিক নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন অসহায় গরিব ও দুঃস্থদের মাস ২ হাজার জাকাতের শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।