প্রকাশ : ০১ মে ২০২২, ০০:০০
চাঁদপুর শহরের মিশন রোডের পাশর্^বর্তী আলী রাজা জামে মসজিদ কমিটির উদ্যোগে তিনশ’ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ৩০ এপ্রিল শনিবার দুপুর ২টায় মসজিদের সামনে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল। বিশেষ অতিথি ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত ও চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
মসজিদ কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ নূর খানের নেতৃত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ এবিএম আঃ সাত্তার, সহ-সভাপতি আলহাজ¦ বি. এম. খালিদ, আলহাজ¦ হুমায়ুন কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মুসলিম মিয়া, সহ-সাধারণ সম্পাদক আলহাজ¦ শাহজাহান কবির খোকা, আহমাদ হাসান আল জায়েদ রিপাই, কোষাধ্যক্ষ আলহাজ¦ শামসুদ্দিন ভূঁইয়া বুলবুল, সহ-কোষাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, উন্নয়ন বিষয়ক সম্পাদক আলহাজ¦ কাজী নূর মোহাম্মদ, পাঠাগার সম্পাদক আলহাজ¦ গাজী মুসলিম এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর স্থানীয় প্রতিনিধি ও জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কাজী নাছিম।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ¦ সফিউদ্দিন আহমাদ ও সাধারণ সম্পাদক শিল্পপতি আলহাজ¦ মোঃ শাহাবুদ্দিন অনু। অনুষ্ঠান পরিচালনা করেন আলী রাজা জামে মসজিদের খতিব আলহাজ¦ হাফেজ মাওঃ মোঃ ইসমাইল হোসেন (আজাদ)।