প্রকাশ : ০১ মে ২০২২, ০০:০০
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চাঁদপুরসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চাঁদপুরবাসীসহ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে, এ সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য। ধর্ম যার যার, উৎসব সবার। সকলে মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিতে চাই।
পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ ছোট-বড়, ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দে সকলেই সামিল হোক। সুখী-সমৃদ্ধ, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, শিক্ষা সমৃদ্ধ-সন্ত্রাসমুক্ত সোনার বাংলাদেশ গড়ে উঠুক এই শুভ কামনায় চাঁদপুর জেলাবাসীর প্রতি রইলো আমার ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সব সঙ্কট উত্তরণের মধ্য দিয়ে এগিয়ে গেছে, আগামীতেও এমনিভাবে কাক্সিক্ষত উন্নয়ন ও সমৃদ্ধির পথে নবোদ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ।