প্রকাশ : ৩০ এপ্রিল ২০২২, ০০:০০
ফরিদগঞ্জের টুবগিতে এমটিবি ব্রিক ফিল্ডে আবারো হামলা ও অগ্নিসংযোগ করার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।
জানা যায়, ২৮ এপ্রিল দিবাগত রাত ৪টার সময় ব্রিক ফিল্ডের শ্রমিকদের থাকার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। টুবগি ও সেকদী এলাকার শুক্কুর খান, বোরহান, আলাউদ্দিন গাজী, আব্বাস গাজী, জামাল গাজী, কামাল গাজী ও নাজির গাজী এ অগ্নিকাণ্ড ঘটায় বলে জানা যায়।
অগ্নিকাণ্ডে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়। এ ব্যাপারে ব্রিক ফিল্ডের মালিক তাজউদ্দিন বলেন, গত ২৮ এপ্রিল দিবাগত রাতে আমার ব্রিক ফিল্ডে অগ্নিকাণ্ড ঘটিয়ে শ্রমিকদের থাকার ঘর জ¦ালিয়ে দেয়। এতে আমার ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর আগে ১৭ এপ্রিল উল্লেখিতরা আমার ব্রিক ফিল্ডে হামলা ও ভাংচুর করে এবং ব্রিক ফিল্ড বন্ধ করে দেয়। এদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং জামিনে এসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।
উল্লেখ্য, প্রায় প্রতিবছরই শুক্কুর খান ব্রিক ফিল্ডে বিভিন্ন কৌশলে চাঁদা দাবি করে থাকে। এ বছর তার দাবিকৃত টাকা না দেয়ায় সে হামলা ও ভাংচুর করে ব্রিক ফিল্ড বন্ধ করে দেয়। হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়। বর্তমানে শুক্কুর জামিনে এসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। পূর্বে তার বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ে স্থানীয় ক’টি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।