প্রকাশ : ৩০ এপ্রিল ২০২২, ০০:০০
চাঁদপুর পৌরসভার ৫নং ওয়ার্ডে পুরাণবাজার রঘুনাথপুরে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় অটোবাইকের চালক সুলতান (৩৫) ঘটনাস্থলে মারা গেছেন। ২৯ এপ্রিল শুক্রবার বেলা সাড়ে ১২টার রঘুনাথপুর ওয়াপদা রাস্তার মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুলতানের বাড়ি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের গুচ্ছগ্রামে। তার স্ত্রী ও অবুঝ একটি সন্তান রয়েছে। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই রাশেদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে লাশের সুরতহাল তৈরি করেন এবং ময়নাতদন্তের জন্যে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
এলাকাবাসীর সহযোগিতায় চালকসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে ব্যাটারি চালিত অটোবাইকটি রঘুনাথপুর ওয়াপদা রাস্তার ওপর উঠার সময় হঠাৎ বিপরীত দিক থেকে তরমুজ বোঝাই ট্রাকের ধাক্কা লাগে। এতে অটোবাইক চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
তবে এই দুর্ঘটনার জন্যে দায়ী ওয়াপদা বেড়িবাঁধের উপরের দোকানগুলো। অন্য সাইড থেকে কোনো গাড়ি আসলে দেখা যায় না। মনে হয় এ কারণে ট্রাকটি সজোরে অটোবাইকটিকে ধাক্কা মারে। এই মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল।